চাঁদপুর সদর | তারিখঃ November 14th, 2018 | নিউজ টি পড়া হয়েছেঃ 1361 বার

গাজী মহিনউদ্দিন:
চাঁদপুর সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো. আছাদুজ্জামান এর বদলিজনিত বিদায় ও সদ্য যোগদানকৃত বাংলা বিভাগের প্রভাষক মো. রাকিবুর রহমান এর বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ. এস. এম. দেলওয়ার হোসেন (পিপিএ) বলেন, বাংলা বিভাগের শিক্ষার্থীরা জ্ঞানের গরিমায় উদার। এ বিভাগের অনেক অর্জন রয়েছে। বাংলা পাঠ এখানে শেষ নয়। প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ করার পরও বই পড়ে আরো জ্ঞান অর্জন করতে হয়। বাংলা সাহিত্যের বিশাল ভান্ডার।
এ বিষয়ে মনোবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, ইতিহাস, সমাজকর্ম’সহ সবই আছে। বাংলা বিভাগের শিক্ষকরা শিক্ষার্থীদের মাঝে পরিপূর্ণ জ্ঞান দান করতে চেষ্টা করেন। আছাদুজ্জামান একজন অসাধারণ জ্ঞানের অধিকারী দুর্দান্ত শিক্ষক। তিনি শিক্ষার্থীদের ভালোবাসা অর্জন করতে সক্ষম হয়েছেন। তা আজকের এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের সরব উপস্থিতিতে তা প্রমাণ হয়েছে। এসময় তিনি আরো বলেন, এ কলেজে বাংলা বিভাগের একটি ঐতিহ্য রয়েছে। তা টিকিয়ে রাখতে বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীদের আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. আজিম উদ্দিন স্যার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ, শিক্ষক পরিষদের সম্পাদক ও ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান মো. ওয়াহিদুজ্জামান, বিদায়ী অতিথি ও ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের সহযোগী অধ্যাপক মো. আছাদুজ্জামান, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. সাইদুজ্জামান, সহকারী অধ্যাপক শরীফ মাহমুদ চিশতী, প্রভাষক ফাতেমা আক্তার, প্রভাষক মো. রাকিবুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. জসিম উদ্দিন, ও গণিত বিভাগের বিভাগীয় প্রধান মো. আনিছুল ইসলাম।
অনার্স ৪র্থ বর্ষের শিক্ষার্থী মারজাহান সেতু ও ৩য় বর্ষের শিক্ষার্থী ফয়সাল হোসাইনের যৌথ সঞ্চালনায় শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মাস্টার্স শেষ বর্ষের মাহবুব আলম ভূঁইয়া, অনার্স ৪র্থ বর্ষের গাজী মহিনউদ্দিন, ৩য় বর্ষের শাফাত আমীন, মো. ইয়াছিন হোসেন, ২য় বর্ষের খাদিজা নিশি, ১ম বর্ষের রুনা আক্তার। অনুষ্ঠানের শুরুতে কোরআন তিলাওয়াত করেন অনার্স ৩য় বর্ষের মো. আমির হামজা, গীতা পাঠ করেন অনার্স ২য় বর্ষের মুক্তা রাণী দাস।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- ন্যাশনাল সার্ভিস কর্মীদের স্থায়ী করা হচ্ছে : মো: আবুল বাশার
- ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৫৭
- শাহরাস্তিতে ন্যাশনাল সার্ভিস কর্মীদের চাকুরী স্হায়ী করনে মানববন্ধন ও স্মারক প্রদান
- ফরিদগঞ্জ থানায় ৮’শ পিস ইয়াবাস আটক-৩
- পুরুষের চেয়েও নারীরাই পরকীয়া সম্পর্ক বেশি উপভোগ করেন!
- গ্রামার ও গাইড বই বাণিজ্যের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে : শিক্ষামন্ত্রী
- শপথ নিলেন সংরক্ষিত নারী আসনে নির্বাচিত এমপি সদস্যরা
- বাকিলা উবি’র সভাপতি সিরাজ উদ্দিন আহমেদ
- সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এখন ভারতে
- ২১ গুণীজনকে একুশে পদক-২০১৯ প্রদান করলেন প্রধানমন্ত্রী
Leave a Reply